নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পাঁচিল তৈরীর জন্য মাটি খোঁড়ার সময় ‘হ্যাণ্ড গ্র্যাণেড’ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ঘটনা বাঁকুড়ার ওন্দার লোদনা গ্রাম পঞ্চায়েত এলাকার কমলা গ্রামের। জানা গেছে, বুধবার সকালে ৬০ নং জাতীয় সড়কের ধারে একটি জমিতে পাঁচিল তৈরীর জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সেই সময় একটি হ্যাণ্ড গ্রেনেড উদ্ধার হয়। এলাকায় বোমা উদ্ধারের খবর পেয়ে প্রচুর মানুষ ঘটনাস্থলে ভীড় করেন। খবর দেওয়া হয় ওন্দা থানায়। পরে পুলিশ গিয়ে হ্যাণ্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাটি কাটার কাজ করছিলেন কৃষ্ণ সাহা নামে এক শ্রমিক, তিনি জানান, মাটির বেশ কিছুটা নিচে প্লাষ্টিকে মোড়া গোল বেগুনের মতো একটি জিনিস পান তিনি। তৎক্ষণাৎ বোমা ভেবে সেটিকে দূরে ফেলে দেন তিনি। হরিপদ বাউরী নামে অন্য এক শ্রমিক বলেন, মাটি কাটার সময় মরচে পড়া বোমা জাতীয় একটি জিনিস উদ্ধার হয়। পরে পুলিশ এসে সেটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে এবিষয়ে তদন্ত চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।