নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফের পাইথ উদ্ধার। এবার বাঁকুড়ার সোনামুখী থানার কোচাডিহি পঞ্চায়েতে পাইথন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কোচাডিহি পঞ্চায়েতের হামিরহাটি বিটের ভোলা গ্রামে এক চাষির পটলের মাচার জালে সাত ফুটের একটি পাইথনকে আটকে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। প্রাথমিকভাবে এলাকার বাসিন্দারা পাইথনটিকে দেখে ভয় পেয়ে গেলেও পরে তারা বনদফতরে খবর দেন। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাইথনটিকে জাল থেকে মুক্ত করে ফরেস্ট অফিসে নিয়ে আসেন। বনদফতরের তরফে জানা গেছে, পাইথনটি সাত ফুটের মতো লম্বা ওজন প্রায় ২৫ কেজি। সোনামুখী ফরেস্টে অফিসের আধিকারিক দয়াল চক্রবর্তী জানিয়েছেন, পাইথনটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য, বাঁকুড়া জেলাতেই পাইথন উদ্ধারের ঘটনা প্রথম নয়, এর আগেও দুর্গাপুরের এমএএমসি-র পরিত্যক্ত কারখানার জঙ্গল থেকে পাইথন উদ্ধার হয়েছিল।