eaibanglai
Homeএই বাংলায়বকেয়া বেতনের দাবিতে লাউদোহায় পরিবহন আটকে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে লাউদোহায় পরিবহন আটকে বিক্ষোভ

সোমনাথ মুখার্জী ,লাউদোহাঃ গত পাঁচ মাস ধরে বন্ধ বেতন। ফলে চরম সমস্যায় নিরাপত্তাকর্মী। ঘটনা লাউদোহা থানার ইসিএলের ঝাঁঝরা এরিয়ার। জানা গেছে, এই এরিয়া কোলিয়ারিতে ১০৫ জন বেসরকারি নিরাপত্তারক্ষী কাজ করতেন। সেই কর্মীরাই অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটানোর দাবিতে বৃহস্পতিবার এমআইসি কোলিয়ারিতে পরিবহন আটকে বিক্ষোভ দেখালেন। আন্দোলনকারীদের তরফে জানা গেছে, ঝাঁঝরা এরিয়ার চারটি কোলিয়ারিতে মোট ১০৫ জন নিরাপত্তারক্ষী রয়েছে। তাদের অভিযোগ, গত পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, হলে চরম সমস্যার মধ্যে রয়েছে তাদের পরিবার। তাদের আরও বক্তব্য, মাত্র দুমাসের মধ্যে কুরবানি ও দুর্গাপুজোর মধ্যে বড় উৎসব রয়েছে, অথচ এই মুহূর্তে তাদের বেতন কোনও অজানা কারণে আটকে রাখা হয়েছে। অবিলম্বে বেতন না পেলে তারা চরম সংকটে পড়বেন বলে জানিয়েছেন। তাই বাধ্য হয়ে তারা এদিন পরিবহন আটকে বিক্ষোভ দেখান। অবিলম্বে বেতন না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। যদিও এই বিক্ষোভের বিষয়ে ইসিএলের অধিকারীকদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments