সোমনাথ মুখার্জি, অন্ডালঃ রবিবার থেকে উখড়ায় শুরু হচ্ছে ঝুলন মেলা। মেলা কমিটির পক্ষ থেকে আজ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। কিন্তু তার আগে উৎসবের দিন সকাল থেকে মেলায় বিদ্যুৎ সরবরাহের বরাত কে পাবে তা নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বছরগুলিতে তরুণ ঘোষ নামে এক ব্যক্তি মেলায় বিদ্যুৎ সরবরাহের কাজ করতেন। কিন্তু গত বছর থেকে অন্য এক ব্যক্তি বিদ্যুত সরবরাহের বরাত পান। রবিবার সকালে ওই ব্যক্তির লোকজন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করলে তরুণ ঘোষ নামে ওই ব্যক্তি তাদের বাধা দেয় বলে অভিযোগ। এলাকাবাসীদের বয়ান থেকে জানা গেছে, এরপরেই দুই ব্যক্তির সঙ্গে বেশ কয়েকজন তৃণমূলের দুটি গোষ্ঠী লাঠি বাঁশ নিয়ে মেলা চত্বরে উপস্থিত হলে উত্তেজনা ছড়ায়। পরে অন্ডাল থানার উখরা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখোপাধ্যায় জানান ঝুলন মেলা উখরার ঐতিহ্য। মেলায় যাতে কোনও রকম বাধা না আসে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।