নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবস। সকাল থেকেই দেশজুড়ে উৎসবের আবহ। আর হবে নাই বা কেন, আজ থেকে ৭৩ বছর আগে ঠিক আজকের দিনের ব্রিটিশ পরাধীনতার গ্লানি কাটিয়ে স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন দেশবাসী। হাজার হাজার বীরেদের রক্ত ও জীবন সংসর্গের মধ্যে দিয়ে দেশ পেয়েছিল পূর্ণতার স্বাদ। তাই সেইদিনকে সম্মান জানিয়ে প্রত্যেক বছর ১৫ই আগস্ট ভারতবর্ষ জুড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষ নিজেদের মতো করে এই দিনটিকে পালন করেন। গত কয়েক বছর দেশের প্রতি সম্মান জানিয়ে বলিউড জগতেও কম সিনেমা মুক্তি পায়না। যার মধ্যে অন্যতম অভিনেতা অক্ষয় কুমার অভিনীত “কেশরী”। দেশের মাটিকে রক্ষা করতে ভারতবর্ষের শিখ সম্প্রদায়ের বীরদের ব্রিটিশ সেনার ওপর ঝাঁপিয়ে পড়ার ঘটনাকে অবলম্বন করে যা নির্মিত হয়েছিল। যেখানে অভিনেতা অক্ষয় কুমারকেও দেখা গিয়েছিল পাগড়ি পরিহিত এক শিখের চরিত্রে। ঠিক তেমনি এদিন স্বাধীনতা দিবসের সকালে দুর্গাপুরের রাস্তায় দেখা মিললো তেরঙ্গা পাগড়ির। শিখ সম্প্রদায়ের এক যুবককে দেখা গেল দেশের জাতীয় পতাকার রঙ্গে রঙিন পাগড়ি পড়ে স্বাধীনতা দিবস উদজাপন করতে।