নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ ফের একবার রাতের অন্ধকারে নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। এবার রাতের অন্ধকারে গৃহস্থের দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার কাকটিয়া পঞ্চায়েতের ময়রাপুকুর গ্রামে। বারবার এ ধরনের ঘটনা প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে রাতের অন্ধকারে স্থানীয় মানুষদের নিরাপত্তা কোথায়। প্রসঙ্গত মাস ছয়েক আগে পাত্রসায়ের এর পাঁচপাড়া মার্কেটে এবং রসুলপুরে এক সোনার দোকানে রাতের বেলা চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল । স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের লোকেদের ঘড়ের ভেতর আটকে রেখেই চলে লুটপাট । এক স্থানীয় বাসিন্দা শেখ মিসবা উদ্দিন বলেন গ্রামের ডাকাতি হওয়া বাড়ি গুলি থেকে প্রায় সোনাদানা নিয়ে সর্ব মোট প্রায় ৮-১০ লক্ষ টাকা ডাকাতি হয়েছে। তবে এইমুহূর্তে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে গোটা গ্রাম জুড়ে। তাদের একটাই দাবি রাতের অন্ধকারে নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন, যাতে এধরনের ঘটনা আর না ঘটে । খবর পেয়ে ঘটনা স্থলে পাত্রসায়ের থানার পুলিশ আসে। তবে কে কারা এই ঘটনার সাথে যুক্ত আছে নাকি বাইরে থেকে কেউ এসে এই ঘটনা ঘটিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।