অয়ন মুখার্জী, এই বাংলায়ঃ বৃহস্পতিবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের আট থেকে আশি সকলেই যখন তেরঙ্গা হাতে দেশের প্রতি সম্মান জানালেন ঠিক তখন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিড়রা ইউনাইটেড ক্লাবের সদস্যরা আর পাঁচজনের থেকে সরে এসে একটু ভিন্নভাবে স্বাধীনতা দিবস উদযাপন করলেন। স্বাধীনতা দিবস মানেই যে শুধু দেশের প্রতি সম্মান জানানো নয়, সেই সঙ্গে দেশ তথা দেশের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষিত রাখাও আমাদের সমান দায়িত্বের মধ্যে পড়ে সেইবিষয়ে এক বিরল দৃষ্টান্ত তুলে ধরলেন ক্লাবের সদস্যরা। দেশ তথা বিশ্বজুড়ে জল সংকটের কথা আজ সর্বজনবিদিত। শুধু ভারতবর্ষের রাজস্থান, চেন্নাই, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে বর্তমানে জল সংকট আজ তীব্র আকার ধারণ করেছে। তাই বৃষ্টির জলকে কিভাবে আমরা প্রত্যেকে সংরক্ষন করে নিজেদের নিত্যপ্রয়োজনীয় কাজে লাগাতে পারি সেবিষয়েও এলাকার মানুষ তথা দেশবাসীর কাছে স্বাধীনতা দিবসের দিনে তুলে ধরলেন বিড়রা ক্লাবের সদস্যরা। এমনিতেই বর্তমানে সবুজ ধ্বংসের জেরে বৃষ্টির পরিমাণ কমেছে। ফলে হু হু করে কমছে ভূগর্ভস্থ জলের পরিমাণ। তাই কিভাবে প্রত্যেকেই আমরা নিজেদের বাড়ির ফাঁকা জায়গায় বৃষ্টির জল সঞ্চয় করে রাখতে পারি তা তারা সাধারণ মানুষকে বোঝান। তারা জানান, বৃষ্টির ওই সঞ্চিত জল থেকেই আমরা দৈনন্দিন জীবনের বহু কাজ করতে পারি। তাছাড়াও অযথা পানীয় জল নষ্ট করার বিষয়েও তারা সকলকে সতর্ক করেন। তবে এখানেইও থেমে না থেকে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা বিষাক্ত পার্থেনিয়াম গাছ মানুষের শরীরে যে ভয়াবহ প্রতিক্রিয়ার সৃষ্টি করে সেবিষয়েও সাধারণ মানুষকে সতর্ক করেন ক্লাবের সদস্যরা। সেইসঙ্গে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকার সমস্ত পার্থেনিয়ামের জঙ্গল পরিষ্কার করে সমাজের প্রতি কর্তব্য পালনের দৃষ্টান্ত স্থাপন করলেন।