নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আকস্মিক কয়েক মিনিটের ঝড়ে এই মুহূর্তে বিপর্যস্ত জনজীবন। ঘটনা বাঁকুড়ার ইন্দাস থানার পরীক্ষাপারা, মাঝারিপাড়া, দাসপাড়া ও মল্লিকপাড়া গ্রামের । স্থানীয় সুত্রে জানা গেছে শুক্রবার বৃষ্টির সঙ্গে সঙ্গেই আচমকায় প্রবল ঝড় শুরু হয়। সেই ঝড়ের কবলে পরে প্রায় ১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও দমকা হাওয়ায় বেশ কয়েকটি পোল্ট্রিফার্মেরও ক্ষতি হয়েছে। প্রবল ঝড় আর বৃষ্টির জেরে প্রায় কয়েক হাজার মুরগিরও মৃত্যু হয়েছে বলে এলাকা সূত্রে খবর। শুধু তাই নয় শুক্রবার বাঁকুড়া জেলায় প্রবল ঝড়ে ২ শিশুসহ দশজনের আহত হওয়ারও খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এক গ্রামবাসী বাসন্তী রুইদাস জানান, হঠাৎ ঝড়ের তাণ্ডবে ছেলেকে নিয়েও ঘরের চালের নিচে চাপা পরে যায়। কোনওরকমে ঘর থেকে বেড়িয়ে আসেন তারা। বাসন্তী দেবি নামে আরও একজন জানান, আমার ঘরের চাল, ডাল, টিভি, থালাবাসন সবকিছু ঝড়ের কবলে পরে নষ্ট হয়ে গিয়ে এই মুহূর্তে নিঃস্ব হয়ে পড়েছেন। অপর এক ক্ষতিগ্রস্ত গ্রামবাসী নারুগোপাল রুইদাস বলেন, ঝড়ে তার আট বছরের ছেলের মাথায় আঘাত লেগেছে। এই মুহূর্তে ঘর হারিয়ে বেশ কিছু গ্রামবাসী পরীক্ষাপাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেখানেই প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সকল ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।