জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়াঃ পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদার শনিবার জেলারই ঝালদা থানা এলাকার প্রত্যন্ত গ্রাম গুলি পরিদর্শন করলেন সরজমিনে |খতিয়ে দেখলেন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের প্রকল্পগুলির সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা এই গ্রাম গুলির মানুষ| তাই কথা বললেন প্রত্যন্ত গ্রাম গুলির সরল প্রকৃতির মানুষগুলোর সঙ্গে |শুনলেন একাধিক সমস্যার কথা| এদিন জেলাশাসক পরিদর্শনে প্রথমেই ঝালদা থানা এলাকারই কলমা, কিরিবেড়া,মাঠারি,খামার ,পাড়রি প্রভৃতি গ্রামগুলি সরজমিনে ঘুরে দেখেন |গ্রামগুলির মানুষজনদের সাথে কথা বলে জানতে চাইলেন তারা ১০০ দিনের কাজ পাই কিনা? রেশনেই পণ্য সামগ্রী সঠিক পরিমাণে পাই কিনা? অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলির ঠিকঠাক চলছে কিনা? গ্রামজুড়ে পানীয় জলের কতটা সমস্যা রয়েছে? মহিলা স্বনির্ভর দল গুলি কতটা বিস্তার লাভ করেছে? তাদের দল চালাতে কোন সমস্যা হচ্ছে কিনা? বর্তমানে তারা কি সমস্ত কাজ করছেন? সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কিনা ইত্যাদি বিষয় গুলি তিনি গুরুত্ব দিয়ে দেখলেন |এছাড়াও তিনি এদিন ঝালদা এলাকারই বেশ কতকগুলি রেশন দোকানেও পরিদর্শন করেন ,কথা বলেন একাধিক রেশন ডিলারের সঙ্গেও এবং গ্রাহকদের সঙ্গেও ,জানতে চাইলেন তারা রেশনের পণ্যসামগ্রী ঠিকঠাক পাচ্ছেন কিনা ?বিষয়টি নিয়ে জেলাশাসক রাহুল মজুমদারের সঙ্গে কথা বললে তিনি বলেন ,আজ গ্রাম গুলি পরিদর্শন করে মানুষ জনের অসুবিধার কথা শুনলাম ,আমরা জানার চেষ্টা করছি মানুষ কতটা সুযোগ সুবিধা পাচ্ছে? বাচ্চারা আই সি ডি এস কেন্দ্রে বা স্কুলে যাচ্ছে কিনা? সরকারি সুযোগ সুবিধা কি কি পাওয়া যায় তাও আমরা জানালাম এবং গ্রামবাসীদের কাছ থেকে আমরা ওদের সমস্যার কথাও শুনলাম ,চেষ্টা করব তাদের কাছ থেকে যে সমস্ত সমস্যার কথা শুনলাম তা সমাধান করার|