নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। যুব তৃণমূল করার অপরাধে মাদার তৃণমূলের সদস্যদের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ৩ নং চড়াবিদ্যা পেটুয়াখালী গ্রামের। আহতরা হলেন আবুকালাম লস্কর (৪২), কারীম গাজী (৩৭), মদন মন্ডল(৪৫) সহ রাবিয়া গাজী (৫৭)। আহতদের অভিযোগ যুব তৃণমূল করার অপরাধে মাদার তৃণমূলের সদস্যরা লোহার রড় ও লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হয়। তাদের মারে গুরুতর আহত হন এক মহিলা সহ সাত জন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে যাওয়া হয়। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি আহতরা। অন্যদিকে তৃণমূলের এক গোষ্ঠীদ্বন্দ্বের রেশ কাটতে না কাটতেই জমি দখলকে কেন্দ্র করে বাসন্তীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই গোষ্ঠীর কোন্দলের জেরে এলাকায় গুলি ও মুড়ি মুড়কির মতো বোমাবাজি করে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী। জানা গেছে, বাসন্তী থানার কোটরাখালী গ্রামে একটি জমি দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে আট জনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ।