eaibanglai
Homeএই বাংলায়বেহাল পরিকাঠামো নিয়ে ধুঁকছে পাত্রসায়েরের আইসিডিএস কেন্দ্র

বেহাল পরিকাঠামো নিয়ে ধুঁকছে পাত্রসায়েরের আইসিডিএস কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পরেছে আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস এর দুটি রুম থাকলেও পঠনরত রুমের অবস্থা বেহাল হয়ে পরেছে। দেওয়ালে ফাঁটল ধরেছে। তার উপর মাথার উপর টিন ফুটো হয়ে পড়ে জল। ফলে বর্ষাকাল এলেই চরম সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র ছাত্রী থেকে দিদিমনি সকলকে। আবার দেওয়াল থেকে খসে পড়ছে সিমেন্টের চাই। একই ঘড়ে বসে পড়াশুনা, খাওয়াদাওয়া আবার জ্বালানি রাখা সবই করতে হচ্ছে দিদিমনিকে। সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ছেলে মেয়েদের সঠিক পাঠদানে। কেননা মাস খানেক আগেই সহকর্মী অবসর নিয়েছেন। তাই আইসিডিএস কেন্দ্রে সহকর্মী না থাকায় সঠিক মানের শিক্ষা দিতে পারছেন না দিদিমনি। কারন একদিকে তাকেই যেমন পড়াতে হচ্ছে অন্যদিকে তেমনি নিজেকেই রান্না ও ছাত্র ছাত্রীদের খাবার দেওয়া সবি করতে হচ্ছে এক হাতে। এছবি পাত্রসায়ের থানার পাত্রসায়ের পঞ্চায়েতের হাজারাপারা গ্রামের ওঙ্গনওয়ারী কেন্দ্রের। স্থানীদের অভিযোগ তারা বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। এক স্থানীয় বাসিন্দা কাজলী চৌধুরী বলেন, একই ঘড়ে রান্নাবান্না ও জ্বালানী রাখতে হচ্ছে। ফলে সাপকোপের আতঙ্কও রয়েছে। তাই সরকার যদি একটু নজর দেয় তাহলে ভীষন উপকার হয়। আইসিডিএস কেন্দ্রের দিদিমনি শ্রাবণী চন্দ্র বলেন , আইসিডিএস কেন্দ্রের চাল ফুঁটো হয়ে জাওয়ার জন্য জল পড়ে জ্বালানি নষ্ট হচ্ছে। একা ছেলে মেয়েদের পড়ানো থেকে রান্নাবান্না করা খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছ । তাই দ্রুত একজন সহকর্মী নিয়োগ করা হলে ভালো হয়। এবিষয়ে আমরা পাত্রসায়ের পঞ্চায়েত প্রধান পুরুবি মল্লিক দত্ত বলেন, বিষটা আমাদের নজরে আছে আমরা উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments