সঞ্জীব মল্লিক, বাঁকুড়া :: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর এর রোগীদের লম্বা লাইন এড়াতে টিকিট জালিয়াতির এক শ্রেণীর দালালচক্রের দীর্ঘদিন ধরেই দালালচক্র কুড়ি থেকে 50 টাকার বিনিময়ে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা নেয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে এই খবর থাকলেও আজ নড়েচড়ে বসার কারণ আউটডোরে প্রত্যেকদিন চার থেকে সাড়ে চার হাজার মানুষ তারা দেখাতে আসেন ডাক্তারবাবুদের কাছে সেখানে হিসেব অনুযায়ী ৬০০০ থেকে সাড়ে ৬ হাজার তালিকা নজরে আসে আজ আউটডোর খোলার সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ডিপার্টমেন্টে টিকিট নিয়ে দাঁড়ানো লম্বা লাইনে টিকিট পরীক্ষা করে সেখানে দেখতে পাওয়া যায় একাধিক রোগীর হাতে জালিয়াতি স্ট্যাম্প লাগানো টিকিট হয়েছে তাদের জিজ্ঞেস করা হলে তারা তখন বলে ফেলেন কেউবা ৫০ টাকা দিয়ে আবার কেউ কুড়ি টাকার বিনিময় বাইরে এই স্ট্যাম্প লাগানো হয়েছে তাদের একটাই কারণ এই লম্বা লাইন এড়াতে পয়সার বিনিময়ে স্ট্যাম্প লাগিয়ে যথারীতি দাঁড়িয়ে পরে লাইনে অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এইভাবে দীর্ঘদিন ধরে তারা ডাক্তার দেখাতে সেই দালালচক্র রুখতে আজ হাতেনাতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের টিকিটের উপর স্ট্যাম্প চেক করেন হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এইরকম অভিযান তাদের চলবে ।