eaibanglai
Homeএই বাংলায়নাগরিকের বদলে ব্যাংকে সার্ভিস চার্জ জমা দেবে পুরসভা

নাগরিকের বদলে ব্যাংকে সার্ভিস চার্জ জমা দেবে পুরসভা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:- কলকাতা পুরসভার এই নয়া ব্যবস্থাপনায় ফল মিলছে হাতেনাতে। সুফলও পাচ্ছেন নগরবাসী। সম্প্রতি ‘টক টু মেয়র’ এ এক পুরবাসীর ফোনের দৌলতে পুরসভা নাগরিকদের রেহাই দিল বাঙ্কের সার্ভিস চার্জ থেকে। মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, “এখন থেকে পৌরসভা সংক্রান্ত বিষয়ে দুই হাজার টাকার বেশি লেনদেন হলে আর ব্যাংকের সার্ভিস চার্জ দিতে হবে না।” সম্প্রতি অনলাইনে ডেবিট কার্ড ব্যবহার করে বাড়ির হোল্ডিং ট্যাক্স জমা করতে গিয়ে সমস্যায় পড়েন শহরের ১০০ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। ব্যাঙ্ক তাকে বলে ২০০০ টাকার বেশি অর্থ জমা করলে ‘সার্ভিস চার্জ’ গুনতে হবে। সুবোধ মল্লিক রোড ‘ র এক বাসিন্দা তৎক্ষণাৎ বিষয়টি মেয়রের নজরে আনেন ‘টক টু মেয়র’ এ ফোন করে। পরে মেয়র ফিরহাদ হাকিম জানান, “যারা পুরসভাকে ট্যাক্স দেয় তারা তো পুরসভার গ্রাহক। সার্ভিস চার্জ তিনি কেন দেবেন? পুরসভার তরফ থেকে ব্যাংকে সার্ভিস চার্জ এর টাকা জমা করা হবে।”
কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে, এর ফলে লক্ষ লক্ষ নাগরিক, যাদের পকেট থেকে ‘অন্যায্য’ ভাবে সার্ভিস ট্যাক্স কাটা হচ্ছিল, তারা রেহাই পেলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments