সংবাদদাতা,লাউদোহাঃ-পশ্চিম বর্ধমান জেলার লাউদোহা থানার অন্তর্গত বনগ্রামে এক ব্যক্তি বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গিয়ে আহত হন। আহত ব্যক্তির নাম পরিমল বাগদি। এই বিষয়ে দূর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি বলেন বিজেপির পার্টি অফিস সংলগ্ন একটা পরিত্যক্ত ঘরে বোমা মজুদ করছিল, বিজেপি সমর্থক পরিমল বাগদি সে সময় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। গুরুতর আহত হয় পরিমল বলে অভিযোগ। এলাকায় সন্ত্রাস করার জন্য বিজেপি এই বোমা মজুত করে রাখছে বলে জানান ব্লক সভাপতি সুজিত মুখার্জি। এই ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিজেপি বলে অভিযোগ তৃণমূলের। এই বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনার পর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে একটি মিছিল করা হয়। ঘটনার পর এলাকায় চলছে পুলিশি টহলদারি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। এই ঘটনার জেরে একটা চাপা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী শক্তিপদ বাগদি এই মর্মে একটা লিখিত অভিযোগ করেন ফরিদপুর থানায়। তিনি জানান যেসময় বোমার আঘাতে পরিমল বাগদি জখম হন , সেই সময় তিনি সেই পথে বাজার যাচ্ছিলেন। তাকে সেই মুহূর্তে ওই জায়গা থেকে চলে যেতে হুমকি দেয় স্থানীয় বিজেপি নেতা গোপীনাথ বাগদি, কাজল গোস্বামী, অরিন্দম মুখার্জি সৌমেন দাস রা বলে অভিযোগ করেন শক্তিপদ বাগদি।