eaibanglai
Homeএই বাংলায়মিড ডে মিলে মুড়ি চানাচুর, কখনো বিস্কুট, পুস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের...

মিড ডে মিলে মুড়ি চানাচুর, কখনো বিস্কুট, পুস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া:- পুরুলিয়া জেলার ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি গ্রাম পঞ্চায়েতে এলাকার পুস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল অভিযোগ| ঘটনা, মিড ডে মিলে মুড়ি চানাচুর ,আবার কখনো কখনো বিস্কুট| দীর্ঘদিন ধরে এভাবেই চলছে ঝালদা এক নাম্বার ব্লক এর পুস্তি প্রাথমিক বিদ্যালয়ে| বিষয়টি নিয়ে অভিভাবক সহ স্থানীয়রা বারে বার শিক্ষাবন্ধু, অবর বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হলেও কোন সুরাহা মেলেনি| শেষে বাধ্য হয়ে অভিভাবক সহ স্থানীয়রা বিডিওর কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেন| স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায় অভিযুক্ত প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না, মিড ডে মিল রান্না না করে স্কুলের বাচ্চাদের মুড়ি চানাচুর দেওয়া ,শৌচালয় থাকলেও তা ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে প্রধান শিক্ষকের তা জানা নেই , এমনকি পঠন-পাঠন ও ভালো করে হয় না বলেই অভিযোগ| বিষয়টি নিয়ে ঝালদা ১নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজ কুমার বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা যায় , অভিভাবকসহ গ্রামবাসীদের লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তিনি স্কুলে যান , সবকিছু খতিয়ে দেখেন এবং ব্যবস্থা নেবেন বলে জানায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments