নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : গত কয়েকদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল৷ তার উপর গত কয়েকদিনে আবু জাফর মন্ডল ও পল্টু পন্ডিত নামে আহত হয়েছে দুজন। রিতিমত আতঙ্ক ঘুম ছুটেছে গ্রামবাসিদের। তার উপর আরও বেশি সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের। কারন চাষবাস করেই যাদের সংসার চলে তাদের যদি হাতির কারনে ফসলের ক্ষতি হয় তাহলে সংসার চলবে কিভাবে। সুত্রে খবর , আজ সকালে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া শহরে ঢোকার চেষ্টা করে ৪১ টি হাতির একটি দল৷ হাতিগুলি বিষ্ণুপুরের দিক থেকে দ্বারকেশ্বর নদী পেরিয়ে বাঁকুড়ায় ঢোকার চেষ্টা করছিল৷ কিন্ত স্থানীয় বাসিন্দারা তাদের পথ আটকালে তারা পুনরায় বিষ্ণুপুর এলাকার জঙ্গলের দিকে ঢুকে যায়৷ তবে বনদপ্তরে চেষ্টায় আবার হাতির দলটিকে মেদিনীপুর জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। হাতির জন্য একদিকে যেমন চাষিদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে তেমনি রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যাতায়াতেও ভয়ের কারন হয়ে দেখা দিচ্ছে। জিদ্যা বানু নামে এক কৃষক বলেন, হাতি আমাদের শশা, ঝিঙে, কুমড়ো নষ্ট করে দিয়ে যাচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আমাদের। অভাবের মধ্যেও অনেক কষ্ট করে ধান লাগিয়েছি, কিন্তু হাতির দল ধান নষ্ট করে দিয়ে যাচ্ছে, ফলে সংসার চলবে কিভাবে তাই ভেবে কুল পাচ্ছি না। তবে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বনদপ্তর ।