সংবাদদাতা, বাঁকুড়া:- প্রতিবছর বর্ষাকাল এলেই সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসী থেকে স্কুল পড়ুয়াদের। আর সেই সমস্যার সমাধানে তৈরী করা হয়েছে একটি কালভাট কিন্তু তারপরেও কোন সমস্যার সমাধান হয়নি। এছবি সোনামুখী থানার ধুলাই পঞ্চায়েতের খয়েরবুনি গ্রামের। এই কালভাটের উপর দিয়ে প্রতিদিন প্রায় শ-খানেক ছাত্র ছাত্রী নিকটবর্তী রাধামোহনপুর পঞ্চায়ের রাধামোহনপুর হাই স্কুলে পড়তে যায়। এছাড়াও প্রায় হাজার খানেক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই কালভাটি। সেই সমস্যার কথা মাথায় রেখেই সাধারন মানুষের দাবি মেনে তৈরী করা হয়েছিল একটি নতুন কালভাট। কিন্তু তারপরেও সেই সমস্যার কোন সমাধান হয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে বয়ে যায় জল ফলে দারুন অসুবিধায় পড়তে হচ্ছে সকলকে। কালভাটের দুদিক অনেকটাই নীচু, ফলে একটু বৃষ্টি হলেই জলের তরে ভেষে যাচ্ছে রাস্তা। মলয় ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দার দাবি, মানুষের সমস্যার কথা মাথায় রেখে কালভাটটি তৈরী হলেও এটি অবৈজ্ঞানিক ভাবে তৈরী হয়েছে ফলে প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারন মানুষকে। মৌ কাণ্ডার ও অঙ্কিতা ঘোষ নামে দুই পড়ুয়া বলে, প্রতিবছর বর্ষাকাল এলেই আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। কালভাট হওয়ার পরেও আমাদের কোন লাভ হয়নি। এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত মেম্বার পূর্ণিমা ঘোষের সাথে যোগায়োগ করা হলে তিনি সমস্যার কথা স্বীকার করে নিয়ে বলেন , কন্টাক্টরের সাথে যোগায়োগ করেই বলতে পারব কি সমস্যা হয়েছে।