নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- বেআইনি টোটো চালকদের অবরোধে অবরুদ্ধ দুর্গাপুর পৌরসভার মূল ফটক। দুর্গাপুর পুলিশ ও নগর প্রশাসনের পক্ষ থেকে লাগাতার টোটো বেআইনি টোটো ধরপাকড়ের একটি অভিযান চালানো হয়েছিল, দুর্গাপুরের বিভিন্ন জায়গায় সেই মতো কিছুদিন আগে গান্ধীমোড় থেকে ধরা হয় প্রায় ত্রিশটি{৩০} অবৈধ নাম্বার বিহীন টোটো। যেগুলির কোন অনুমতি নেই পৌরসভা/মিউনিসিপালিটি থেকে। কোন অনুমতি না নিয়েই তারা ব্যবসা করে চলেছেন শুধু এই দোহাই দিয়ে যে তারা বেকার। সেইমতো আজ ঠিক সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুরের গান্ধী মোড় থেকে জমায়েত করে অবৈধ নাম্বার বিহীন টোটো চালকেরা একটি মিছিল করে দুর্গাপুরের মিউনিসিপালিটি অর্থাৎ দুর্গাপুর পৌরসভার সামনে গণ-অবস্থান করেন এবং অবরুদ্ধ করে তার মূল প্রবেশদ্বার কে । বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ পৌরসভার ভেতরে ঢুকতে না পেরে তারা আক্ষেপ ও ক্ষোভে ফেটে পড়ে। খবর যায় দুর্গাপুর পুলিশের কাছে, সেইমতো দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে একটি বিশাল বাহিনী নিয়ে হাজির হন উচ্চপদস্থ আধিকারিক। টোটো চালকদের কাছ থেকে তারা জানতে চান কেন তারা পৌরসভার মূল ফটক অবরোধ করে রেখেছেন। টোটো চালকেরা তখন জানায় যে তাদের ত্রিশটি নাম্বার বিহীন টোটো যা প্রশাসনের পক্ষ থেকে আটক করে রাখা হয়েছে নিঃস্বার্থভাবে ছেড়ে দিতে হবে তবে তারা অবরোধে তুলে নেবেন। পুলিশ কর্তারা তাদেরকে পরিষ্কার জানিয়ে দেন কোনো অবস্থাতে তাদের ওই টোটোগুলি ছাড়া যাবেনা। তখন টোটো চালকদের পক্ষ থেকে বলা হয় যে তারা মহানগরীকের সঙ্গে দেখা করবেন তখন পুলিশের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে মূল ফটকের সামনে থেকে তাদেরকে সরে যেতে হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা পরিষ্কার করে রাখতে হবে অন্যথা পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীর যুদ্ধংদেহী সাজ পোশাক দেখে টোটো চালকদের মধ্যে ভীতির সঞ্চার হয় এবং তারা তৎক্ষনাতই পৌরসভার মূল প্রবেশদ্বারটি খালি করে দেন। এখানে বলে রাখা ভালো যে আজ যে টোটো চালকদের এই অবৈধ আবদার কে নিয়ে যারা এইখানে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে এমন একজন ছিলেন যিনি কিছুদিন আগে বেনাচিতি বুকে দুর্গাপুর পুলিশের ট্রাফিকের ওসিকে চোখ রাঙিয়ে, গা-ধাক্কা দিয়ে কথা বলতে শোনা গিয়েছিল। আজ তিনি পুলিশের রণংদেহি চেহারা দেখে ভয়ে ঢুকে পড়লেন নিজের সদস্যদের পিছনে।