সঞ্জীব মল্লিক, বাঁকুড়া ও সোমনাথ মুখার্জী, অন্ডাল :- রাজ্যে লোকসভা ভোটের পর তৃণমূল কিছুটা হলেও কোনঠাসা হয়েছে । তারউপর বিজেপি ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে । আর তাই আবারও ঘুড়ে দাড়ানোর চেষ্টা করছে তৃণমূল । প্রশান্ত কিশোরের দেখানো পথে এবং মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ” দিদিকে বলবো ” কর্মসূচীতে ঝাঁপিয়ে পড়েছে মন্ত্রী , বিধায়ক থেকে ব্লক স্থরের কর্মিরা । আর সেই মত গতকাল ইন্দাস ব্লকে বামনিয়া গ্রামে ” দিদিকে বলবো ” কর্মসূচী সারলেন বিষ্ণপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য ও ব্লক কমিটির সদস্য , শেখ হামিদ ও মোল্লা নাসির আলী । তিনি দীপক দলুই এর বাড়িতে রাত্রি যাপন করেন এবং তার বাড়িতে খাওয়া দাওয়া করেন । এছাড়াও তিনি গ্রামের সাধারন মানুষের সাথে কথা বলেন তিনি , শোনেন তাদের অভাব অভিযোগের কথাও । তৃণমূল নেতৃত্বকে কাছে পেয়ে খুশি এলাকার মানুষরা । তারাও তৃণমূল নেতৃত্বকে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগ জানাতে পেরে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে তাদের মনে । শেখ হামিদ বলেন , দিদিকে বলো কর্মসূচীতে আমরা দারুণ ভাবে সাফল্য পেয়েছি । দিদিকে বলবো কর্মসূচীর মধ্য দিয়ে মানুষের সমস্যার সমাধানও হচ্ছে । এলাকার মানুষ জনের সাথে জনসংযোগ বাড়াতে ও তাঁদের অভাব অভিযোগ শুনতে এবার ” দিদি কে বলো” কর্মসূচি নিয়ে পথে নামল যুব তৃণমূলের কর্মীরা । শনিবার সকালে দীঘনালায় দলীয় কার্যালয়ে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় । সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের যুব ব্লক সভাপতি পাথ দেওয়াসি , তৃণমূল নেতা অলোক মণ্ডল কাঞ্চন মিত্র মিনতি হাজরা সহ অন্য রা । পার্থ দেওয়াসি জানান দলের নির্দেশে অন্ডাল ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে ই যুব তৃণমূল কর্মীরা দিদিকে বল কর্মসূচি রূপায়ণ শুরু করেছে । অন্যান্য জায়গাতে ইতিমধ্যেই এই কর্মসূচি হয়েছে সেই সব জায়গায় মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও পার্থ বাবু দাবি করেন ।