নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর :- দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না দুর্গাপুর ইস্পাত কারখানাকে প্রায় প্রতিমাসেই নিয়ম করেই ঘটছে দুর্ঘটনা আজ দুপুর দুটো নাগাদ দুর্গাপুরের ইস্পাত কারখানার বেশিক অক্সিজেন ফার্নিসের সামনের ধাবায় বসে খাবার খাচ্ছিলেন দুই মহিলা ঠিকা কর্মী পানু সাহা ও মঙ্গলি হাঁসদা। ঠিক সেই সময় গলিত লোহার লেডেল থেকে ছিটকে গলিত লোহা তাদের শরীরে এসে লাগে। গুরুতরভাবে জখম হন দুজনে, মুহুর্তের মধ্যে ঝলসে যায় দুজনের শরীর। সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া হয় প্ল্যান্ট মেডিকেলে কিন্তু তাদের অবস্থার অবনতি ঘটায় তাদেরকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে একটি বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বারবার এই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ঠিক কর্মীদেরকে, বহুবার ইস্পাত কর্তৃপক্ষের কাছে দরবার করেও তাদের সুরক্ষার জন্য কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না কর্তৃপক্ষ। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার ইস্পাত কর্তৃপক্ষকে ঠিকা শ্রমিকদের সুরক্ষার ব্যাপারে অবগত করলেও, তারা যে কর্ণপাত করেনি তার প্রমান আজকের এই ঘটনা ।