নিজস্ব সংবাদদাতা, অন্ডাল – মঙ্গলবার সারাদেশে জুড়ে পালিত হচ্ছে পবিত্র মহরম উৎসব । অন্ডালে থানার অন্তর্গত ছড়া পঞ্চায়েতের কামার ডাঙ্গা এলাকায় মহরমের পদযাত্রায় ধরা পড়ল সম্প্রীতির ছবি। পদযাত্রার একেবারে অগ্রভাগে ছিল সব ধর্ম সমন্বয় এর ছবি। এই ছবিই জানান দিচ্ছিল এলাকায় সকল ধর্মের মানুষের সহাবস্থান। অন্যদিকে অন্ডালে র উখড়া এলাকায় সম্প্রীতির এক ভিন্ন ছবি দেখা গেল । বৃন্দেস্বর শর্মা নামে এক হিন্দু আজ প্রায় পঞ্চাশ বছর ধরে কবরস্থান যাত্রী মুসলীম ভাইদের হাথ পা ধোবার জলের ব্যবস্থা করে আসছেন । শুধু তাইনয় তিনি কবরস্থান যাত্রী মুসলীম ভাইদের নিজের হাতে হাথ পা ধুয়ে দেন । বৃন্দেশ্বর বাবুর অকপট উক্তি তিনি এই এলাকায় জন্ম নিয়েছিলেন ঠিক কি কারনে তিনি এই কাজটা করে আসছেন তিনি বলতে পারবেন না ,তার এই কাজটা করতে ভালো লাগে তাই তিনি এই কাজটা দীর্ঘ সময় ধরে করে আসছেন । আজ পবিত্র মহরমের দিনে এলাকার মুসলীম সম্প্রদায়ের লোকেরা বৃন্দেস্বর বাবুকে বিশেষ সম্মান জানিয়ে তাকে সম্বর্ধনা জানান। কয়লা অঞ্চল অন্ডাল সম্প্রীতির নাজির গড়ল। দেশের সর্বত্র এই ধরনের মানসিকতার প্রয়োজন এখন ।