eaibanglai
Homeএই বাংলায়ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত এক , এলাকায় আতঙ্ক

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত এক , এলাকায় আতঙ্ক

সোমনাথ মুখার্জি , অন্ডাল:- কখনো গরু চোর কখন ছেলেধরা এইরকম গুজবে দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা সাম্প্রতিককালে ঘটে চলেছে। গুজব না ছড়ানো , ও গুজবে  কান না দেবার প্রশাসনের আবেদন সত্বেও এইরকম ঘটনা ঘটেই চলেছে। ব্যতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাও। সালানপুর পুর ও জামুড়িয়ার পর বুধবার রাত্রে অন্ডালে র ছোড়া পঞ্চায়েত এলাকায় ছেলেধরা র গুজবে ছড়াল আতঙ্ক। রাত্রি ৭ টা নাগাদ শংকর পুর গ্রামে অপরিচিত এক যুবক কে দেখে সন্দেহ হয় গ্রাম বাসীর। ওই যুবকের কথা বার্তায় অসংলগ্নতা থাকায় ছেলেধরা সন্দেহে স্থানীয় একটা ক্লাবে আটকে রেখে চলে গণপ্রহার। ব্যাপক মারধরের কারণে গুরুতর ভাবে জখম হয় ওই যুবক। পড়ে খবর পেতে উখ রা ফাঁড়ির পুলিশ আহত যুবককে উদ্ধার করে । চিকিৎসার জন্য  পুলিশ খান্দ্রা গ্রামীণ হাসাতালে নিয়ে যায় ও পরে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন । বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের ছাপ রয়েছে। স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা শাকিলা খাতুন জানান, ছেলেধরা র আতঙ্কে গত কয়েকদিন ধরেই শুলে পুড়ুয়ার সংখ্যা কমে গেছে। আজ  স্কুলে এসেছে মাত্র দুজন পড়ুয়া । আতঙ্কের কারণে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন বলে জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকে কোনও রকম গুজব না ছড়ানো ও আইন নিজের হাতে না তুলে নিতে আবেদন জানান হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments