eaibanglai
Homeএই বাংলায়গণ অভিযোগ দিবসে অভিযোগ জানাতে গতকাল রাত্রি থেকে মহিলাদের ভিড় বাঁকুড়া মহকুমা...

গণ অভিযোগ দিবসে অভিযোগ জানাতে গতকাল রাত্রি থেকে মহিলাদের ভিড় বাঁকুড়া মহকুমা শাসকের দপ্তরে

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন। চালু করেছেন “বাংলার আবাস যোজনা” কিন্তু তারপরেও এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষই বাংলার আবাস যোজনা ঘর পাননি। সেই ছবি আজ ধরা পরল আমাদের ক্যামেরায়। রাত থেকেই মহকুমা শাসকের দপ্তরের সামনে অভিযোগ জানাতে ভিড় জমিয়েছেন প্রায় হাজার খানেক মহিলারা। আজ গণ অভিযোগ দিবস তাই বাঁকুড়া শহরের ২৪টি ওয়ার্ডের প্রায় হাজারখানেক মহিলা রাত থেকেই মহকুমা শাসকের দপ্তরে সারিবদ্ধ ভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে তারা তাদের অভিযোগ জানাতে সরব। তাদের দাবি তারা বারবার স্থানীয় কাউন্সিলরদের জানিয়েও তারা তাদের ঘর, বার্ধক্য এবং বিধবা ভাতা পাননি। এই বর্ষাকালে তারা তাদের ঘরে থাকতে পারেন নি। সমস্যায় পড়তে হচ্ছে তাদের, রাতের বেলায় আতঙ্ক গ্রাস করে পরিবারের সদস্যদের মধ্যে। টালি দিয়ে জল পরছে দীর্ঘদিন ধরেই, তারা আতঙ্ক নিয়ে ঘরে বসবাস করছেন। বর্ষায় যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই তাদের সেই ক্ষোভ অভিযোগ রাত থেকে লাইন দিয়ে তারা মহকুমাশাসকের দপ্তরে জানাতে এসেছেন। রুমা গড়াই নামে এক অভিযোগকারী বলেন, আমার ঘর ছেড়ে ছেড়ে পরছে। বৃষ্টি হলে ঘরে জল পড়ে। ঘর ভেঙে পুনরায় ঘর করতে হবে। সে কারণে রাত একটা থেকে অভিযোগ জানাতে লাইনে এসে দাঁড়িয়েছি। এছাড়াও তিনি বলেন বারবার কাউন্সিলর কে জানিয়েছি কিন্তু কোন কাজ হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments