eaibanglai
Homeএই বাংলায়এন আর সি র আতঙ্ক বাংলার মানুষের পিছু ছাড়ছে না

এন আর সি র আতঙ্ক বাংলার মানুষের পিছু ছাড়ছে না

রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ- যতই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লী তে সৌজন্য মূলক সাক্ষাৎকার হোক না কেন এন আর সি আতঙ্ক মানুষের পিছু ছাড়ছে না। মানুষের মধ্যে রয়ে গেছে ভয়। কিছু কিছু জায়গায় গুজব এর মধ্যে মানুষ দিশেহারা হয়ে পড়ছেন ছোটা ছুটি করে বেড়াচ্ছেন রেশন কার্ড ডিজিটাল করার জন্য অফিসে ভিড় করছেন। কেউ কেউ এন আর সি র ভয়ে আত্মহত্যা করেছেন। সমাজের এই বর্তমানে সমস্যায় পূর্ব বর্ধমানের স্বপন দত্ত বাউল এন আর সি আতংক ও গুজব নিয়ে এবং নির্বাচন কমিশনের নির্দেশে সকল নথি দলিল, পর্চ্‌ সাইভারকাপে,ও এন্ড্রোয়েড মোবাইল ফোনে আপলোড করতে বলেছেন ১৫ ই অক্টোবর এর মধ্যে এই নিয়ে মানুষকে সচেতন করলেন তার লেখা ও সুরে বাউলগানে ও মূল্যবান বক্তব্য রেখে আজ বর্দ্ধমান শহরের পথে পথে। জনগণ কে বোঝালেন এন আর সি আতঙ্কে কেউ ভয় খাবেন না গুজবে কান দেবেন না। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সকল নথি আপলোড করুন ভবিষ্যতে আপনাদেরই উপকার হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বর্দ্ধমানের মানুষ অনেকেই বলছেন মানুষের কোনো ক্ষতি হতে মুখ্যমন্ত্রী দেবেন না। সকলেই মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে বসে আছেন। স্বপন দত্ত বাউল বলছেন এন আর সি নিয়ে গুজবে কান দেবেন না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments