সোমনাথ মুখার্জি, অন্ডাল:- খোলামুখ খনির ফাটল দিয়ে আগুন লাগার ঘটনা নতুন নয়। আকছার খোলামুখ খনির থেকে হটাৎ করে ধোঁয়া ও আগুন বের হয় খনি অঞ্চলে। রবিবার সকাল থেকে অন্ডালের হরিশপুরের মাধবপুর খোলামুখ খনির ফাটল থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে থাকে। একটু বেলা বাড়তেই ধোঁয়ার আকর তীব্র হয়, আতঙ্কিত হয়ে পড়ে খনি কর্মী থেকে স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দা তপন পাল জানান, ধোঁয়া যত বাড়ছে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। এর সাথে সাথে ধোঁয়ার কারণে গ্রামের মানুষ শ্বাস কষ্টে ভুগছেন। গ্রামের মানুষের আতঙ্ক এই বুঝি ধসে যাবে এলাকা। এক প্রকার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন তারা। খনির সামনেই রয়েছে একটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা আতঙ্কে স্কুল পর্যন্ত আসতে ভয় পাচ্ছে। গ্রামের মানুষের অভিযোগ খনি কর্তপক্ষ কে বার বলেও কোনো কাজ হয়না। এখন গ্রামের মানুষ যেন কোন বিপদের জন্য দিন গুনছেন।