নিজস্ব প্রতিনিধি, অন্ডালঃ- রাজ্যের মুখযমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালির অবৈধ কারবারের প্রতি প্রশাসনকে করা পদক্ষেপ নেবার নির্দেশ দেন। কিন্তু টা সত্বেও যেন বালি কারবারিরা কোন অদৃশ্য বলে তাদের উদ্ধত্য চালিয়ে আসছে। এবার বালি কারবারিদের বিরুদ্ধে খেলার মাঠ দখল করার অভিযোগ উঠল অন্ডালে। বালি ঘাট মালিকরা খেলার মাঠ দখল করে বালির গাড়ি চলাচলের রাস্তা তৈরী করছিল এমনটাই অভিযোগ অন্ডলের পুবড়া এলাকার বাসিন্দাদের। এলাকার ক্ষুদে খেলোয়াড় তন্ময় মণ্ডল জানায় তারা দীর্ঘদিন ধরে এই মাঠে খেলাধুলা করে আসছে। আজ সকালে খেলতে এসে দেখে তাদের মাঠে বালি ঘাট মালিকরা মেশিন দিয়ে রাস্তা তৈরী করছে। ফলে খেলা বন্ধ হতে গেছে তাদের। এই নিয়ে এলাকার বাসিন্দারা বালিঘাট মালিকদের রাস্তা তৈরি কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন। এলাকার এক তরুণ খেলোয়াড় রানা দাস অভিযোগ করেন তাদের এই খেলার মাঠ দখল করে বালি কারবারিরা তাদের ইচ্ছা মত বালির গাড়ি চালানোর জন্য রাস্তা তৈরী করছিল। তাদের দাবি যদি বালি কারবারিরা খেলার মাঠ দখল মুক্ত না করে তাহলে তারা আইনের পথ নিতে বাধ্য হবে। আপাতত গ্রামের মানুষের বিক্ষোভের জেরে বালি কারবারিদের কাজ বন্ধ হতে গেল। এই ব্যাপারে মদন পুর পঞ্চায়েতের পুবরা এলাকার পঞ্চায়েত সদস্য প্রদীপ সাধু জানান, এই ব্যাপারে তার কাছে অভিযোগ এসেছে। তিনি সব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেবার কথা বলেন। এই ব্যাপারে বালিঘাট মালিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।