সংবাদদাতা, কালনা :- পুজোর মুখেই হঠাৎই বড়সড় অগ্নিকান্ডের ঘটনা ঘটল কালনার বেলকুলি গ্রামের একটি শাড়ির বুটিং কাটিং কারখানায়। আগুনে ভস্মীভূত হয়ে গেল কয়েক লক্ষ টাকার শাড়ি ও কারখানার যন্ত্রাংশ। দমকল কে বারবার জানিও দেরিতে আসাই দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। দমকল গাড়ি দেরিতে আশায় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকল গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সামনে পুজো তাই প্রচুর বরাত পেয়েছিল কালনার বেলকুলি গ্রামের শাড়ির বুটিং কাটিং কারখানার মালিক বিপ্লব বারুই। দিনরাত মিলিয়ে প্রায় ৪০ জনের বেশি কর্মচারী এই কারখানায় কাজ করতেন। আজ হঠাৎ আগুন ধরে যায় এই কারখানায়,কিছু বোঝার ওঠার আগেই আগুন দাও দাও করে ধরতে শুরু করে। কারখানার রাখা সমস্ত দামি দামি শাড়িতে,আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গোটা কারখানায় বশীভূত হয়ে যায় । দমকলর তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে প্রচুর শাড়ি ও কারখানা যন্ত্রাংশ,আগুন নেভানোর চেষ্টা করে । দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা, কালনা থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ঠিক কত ক্ষয় ক্ষতি হয়েছে ও কি কারনে অগ্নিকাণ্ড তাই সঠিক না জানা গেলেও ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও কালনা পুলিশ ।