নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :-
দীর্ঘ দিন ধরেই বেহাল হয়ে পরেছে একমাত্র যাতায়াত যোগ্য রাস্তা , সংস্কারের দাবি জানাচ্ছে গ্রামবাসিরা । বাঁকুড়ার মানকানালী গ্রাম পঞ্চায়েতের কাটাবনি গ্রাম দীর্ঘ এক বছর আগে ঠিক বর্ষার সময় গ্রামীণ সড়ক যোজনা রাস্তা জলের তোড়ে ভেঙে যায়। বছর পেরিয়ে গেল সেই রাস্তার মেরামতের উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। গ্রামবাসীরা বারবার ব্লক থেকে জেলা ও জেলা পরিষদের কাছে বারবার লিখিত জানিয়েও কোন লাভ হয়নি। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ কোনো রাজনৈতিক কারণে এই রাস্তা মেরামত করা হচ্ছে। কারণ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে মানকানালি পঞ্চায়েত বিজেপির হাতে চলে আসে।
তারপরে লোকসভা নির্বাচনেও যথারীতি বিজেপি ভালো ফল করায় কারনেই এই রাস্তা সংস্কার হচ্ছে না। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন গ্রামের মানুষজন তাহলে কি রাজনৈতিক দ্বন্দ্বে প্রায় ১০ – ১২ টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে থাকবে। তারা আতংকে রয়েছে এই গ্রামবাসী কারণ একটাই আবার যদি ভারী বর্ষণ হয় হয়তো তাদের গৃহবন্দি হয়ে যেতে হবে গ্রাম ছাড়া ওই এলাকাতে আরো প্রায় ১০ – ১২ টি গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজন বাঁকুড়া শহরে কাজে আসতে হলে তাদের ঘুরতে প্রায় ১০ – ১৫ কিলোমিটার ঘুরে আসতে হয় এই সমস্যা তাদের কবে মিলবে আর এই রাজনৈতিক দ্বন্দ্ব কবে মিটবে গ্রামের সাধারণ মানুষজন তার দিকে তাকিয়ে রয়েছে অন্যদিকে বিজেপির অভিযোগ তারা চায় দুটো সরকারের রাস্তা সংস্কার করুক নচেৎ এমপি তহবিল থেকে এই রাস্তা সংস্কার করার দাবি জানাবে অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি তিনি জানান তৈরি হয়ে গিয়েছে এই রাস্তার কাজ শুরু হবে তাহলে প্রশ্নচিহ্ন একটা বছর গড়িয়ে গেলেও কেন রাস্তার কাজ করা হলো না বা আদৌ রাস্তার কাজ হবে তো এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে । এখন কবে রাস্তা সংস্কার করা হবে তাত সময়ই বলবে ।