নিজস্ব সংবাদদাতা, লাউদোহা:-
শনিবার লাউদোহার কাঁটা বেরিয়া অঞ্চলে আয়োজিত হল তৃণমূলের কিষান ক্ষেত মজুর সম্মেলন । এই সম্মেলনে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর ডেলিগেটস ও নেতৃবৃন্দ অংশ নেন । এই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজুর কংগ্রেসের সভাপতি তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। তার সাথে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ব্লকের ব্লক সভাপতিরা ।
অনুষ্ঠানে সিঙ্গুরের বিধায়ক বলেন তৃণমূলের শাসন কালে কৃষি ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির সাথে সাথে বৈজ্ঞানিক ভাবে কয়লা অঞ্চলে কিভাবে কৃষকদের উন্নয়ন করা যায় সেবিষয়ে বিস্তারিত জানালেন । এছাড়াও তিনি
এন আর সি নিয়ে ভীত কৃষকদের সচেতন করলেন ,ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য ও করেন ।
জেলা থেকে প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থক সকাল থেকেই ভিড় জমান লাউ দোহার কাঁটা বেরিয়া এলাকায় ।