সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
ভাবগম্ভীর পরিবেশে বিশেষ মর্যাদার সঙ্গে গোটা দেশের সঙ্গে মুর্শিদাবাদ জেলার নবাব নগরী জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র রবিবার পালিত হল ঈদ মিলাদ – উন – নবী অর্থাৎ হজরত মহম্ম (সাঃ) এর জন্মদিন। এই উপলক্ষে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন মসজিদে মসজিদে,পাড়ায় পাড়ায় মহল্লায় শুরু হয়েছে বিশেষ ধর্মীয় সভা , কোরান পাঠ , দোওয়া ,দরূদ পাঠ , সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় । তবে উল্লেখ যোগ্যভাবে মল্লিকপুর পাঠান পাড়া জুম্মা মসজিদের উদ্যোগে নবীজির জন্মদিন কে গৌরবময় করে তুলতে এলাকার মানুষ কে সচেতন করে তুলতে অভিনব আয়োজন করা হয় । এখানে নাগরিক সমাজ কে সচেতন করে তুলতে বাল্যবিবাহ রোধ , শৌচাগার নির্মাণ ,সেফ ড্রাইভ সেভ লাইফ, নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে আহ্বান করা হয়।৫৭০ খ্রীঃব্দে আরবের মক্কা নগরিতে বাবা হজরত আব্দুল্লাহ ও মা হজরত আমিনার কোল আলো করে জন্ম গ্রহন করেছিলেন হজরত মহম্মদ। ইসলামিক কালেন্ডার অনুযায়ী তৃতীয় মাস রবিউল আওয়াল মাসের ১২ তারিখ সন্ধ্যাতে তিনি জন্মগ্রহন করেন। সেই উপলক্ষ্যে এদিন শুরু থেকেই এলাকায় এলাকায় তাঁর জন্মদিনে ধর্মীয় রীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।