সংবাদদাতা, বাঁকুড়া:- এক ছাত্রীর সঙ্গে গল্প করার অভিযোগে দশম শ্রেনীর এক ছাত্রর উপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠল বাঁকুড়া শহর লাগোয়া দামোদরপুর এলাকায় থাকা একটি নামী ইংরাজি মাধ্যম স্কুলের এক শিক্ষক, হোস্টেল ওয়ার্ডেন সহ এক পদাধিকারীদের বিরুদ্ধে। ফাঁকা মাঠে নিয়ে গিয়ে রাতভর ওই ছাত্রকে বাঁশ ও বেত দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম ওই ছাত্র ও তার পরিবার আজ বাঁকুড়া সদর থানার দ্বারস্থ হয়ে স্কুলের শিক্ষক সহ ওই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়।
কলকাতার বাসিন্দা হলেও গত দু বছরের বেশি সময় ধরে বাঁকুড়া শহর লাগোয়া দামোদরপুরে থাকা সরস্বতীদেবী ইন্টারন্যাশনাল স্কুলে আবাসিক ছাত্র হিসাবে পড়াশোনা করে আসছে সুবর্ন কুন্ডু নামের এক ছাত্র । দশম শ্রেনীর ওই ছাত্র ও তাঁর পরিবারের তরফে এদিন বাঁকুড়া সদর থানায় দায়ের করা অভিযোগে জানায় গত ৮ নভেম্বর স্কুলে এক ছাত্রীর সঙ্গে সুবর্নকে কথা বলতে দেখেন স্কুলের সেক্রেটারি প্রসুন সরকার। এই ঘটনার পরই সুবর্নকে ডেকে প্রসুন সরকার চড় থাপ্পড় মারে বলে অভিযোগ। বিষয়টি টেলিফোনে বাবা গোপাল কুন্ডুকে জানায় ওই ছাত্র। ছাত্রের বাবা গোপাল কুন্ডু বিষয়টি নিয়ে অভিযোগ জানান স্কুলের মালিককে। মারধরের বিষয়টি স্কুলের মালিককে জানানোর অপরাধে ওই রাতেই সুবর্ন কে হোস্টেল থেকে ফাঁকা মাঠে ডেকে নিয়ে গিয়ে স্কুলের সেক্রেটারি প্রসুন সরকার, রসায়নের শিক্ষক রবি কুমার ও হোস্টেল ওয়ার্ডেন সুশান্ত পাত্র ব্যাপক মারধর শুরু করে। অভিযোগ রাত দু টো থেকে চারটা পর্যন্ত ওই ছাত্রের উপর নির্যাতন চালান ওই তিনজন। বাঁশের আঘাতে ওই ছাত্রের হাতে গুরুতর চোট লাগে। ভেঙ্গে যায় হাতের হাড় বলে অভিযোগ পরিবারের। কেটে যায় পা ও পিঠের বিভিন্ন অংশ। গতকাল ছেলের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার কথা জানতে পারেন ছাত্রের বাবা। এরপর আজ স্কুলের শিক্ষক, সেক্রেটারি ও হোস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানান ছাত্রের বাবা।