সংবাদদাতা, চুঁচুড়াঃ- অজানা পোকার কামড়ে মৃত গৃহবধূর বাড়ি ঘুরে গেলেন সরকারি পতঙ্গ বিশেষজ্ঞরা। এখানকার বৈদ্যবাটী পুরসভা এলাকার যে বাড়িতে গৃহবধূ সুদীপা নন্দী কে অজানা পোকা কামড়ায়, সেই বাড়ির বাথরুমটি ও তারা পরীক্ষা করেন কিছু নমুনাও সংগ্রহ করেন। সাথে ছিল বৈদ্যবাটী পুরসভার একটি পর্যবেক্ষণকারী দল।
গত ১৩ নভেম্বর বাথরুমে স্নান করার সময় সুদীপা কে ওই পোকা কামড়ায়। পোকাটি সরানোর চেষ্টা করলে, তার হাতের কিছু অংশ পুড়ে যায়। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে আনা হলে, পর দিনই সুদীপা মারা যান।
সুদীপার স্বামী সি.আর.পি.এফের জওয়ান। তার পোস্টিং কাশ্মীরের অনন্ত নাগ। সম্প্রতি তিনি বাড়ী আসেন। তারপরই এই ঘটনা। বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যান অরিন্দম গুইন পতঙ্গ বিশেষজ্ঞরা সাথে কথা বলার পর জানান, ” সুদীপাকে যে পোকাটি কামড়ায় সেটি তার স্বামীর ব্যাগের সাথে অনন্ত নাগ থেকেই এসে গেছিল বলে ওনারা মনে করেছেন। কারন স্থানীয় কোনো পোকার কামড়ে শরীর পুড়ে যায় না বা সবুজও হয়ে যায় না”।