সংবাদদাতা, দুর্গাপুরঃ- বড় লোক বাড়ির ছেলে কিনা মোবাইল চোর! বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর শহরের সিটিসেন্টার ও বিধাননগর এলাকায় হানা দিয়ে পুলিশ পাঁচ যুবককে আটক করে। তারা সকলেই সভ্রান্ত ও স্বচ্ছল পরিবারের। এ ঘটনায় পুলিশ রীতিমতো চিন্তায়। কারন যে সে কোন নয়- ঝকঝকে যুবকদের দলটি অন্যমনস্ক থাকা বাসিন্দাদের কাছ থেকে সু কৌশলে হাতিয়ে নিচ্ছে ৫০,০০০ টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল। তাদের সফট টার্গেটে ই হল- স্যামসং নোট, অ্যাপেলের আইফোন। ধৃতদের কাছ থেকে এদিন রাতেই পুলিশ একটি আইফোন উদ্ধারও করেছে, যার দাম ১ লক্ষ ১০ হাজার টাকা।
বুধবার দুপুরে সিটি সেন্টারের এডিডিএ মার্কেটের এক ব্যবসায়ীর পুত্রের দামী আই ফোনটি খোওয়া যায়। অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমে সিটিসেন্টারের ডক্টরস কলোনীর এক ওষুধের দোকানদারের ছেলেকে বিধাননগর থেকে আটক করে। তার কাছেই মেলে খোয়া যাওয়া আই ফোনটি। গোটা ঘটনায় পুলিশের পাশাপাশি উদ্বিগ্ন অভিভাবক মহলও। নিত্যনতুন হরেক ব্র্যান্ডের লোভনীয় ফোন দেখে সভ্রান্ত পরিবারের ছেলে-মেয়েরাও চুরির ঘটনায় জড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, “বিষয়টি গভীর ভাবে তদন্ত করা হচ্ছে। যাদের আটক করা হয়েছিল তাদের জেরার পর ছেড়ে দিলেও, প্রয়োজন মাফিক থানায় হাজিরা দিতে বলা হয়েছে”।