সংবাদদাতা, বুদবুদ:-
গত দেড় বছর ধরে বেহাল পূর্ব বর্ধমানের বুদবুদের কসবা এলাকার সেচ খালের ব্রিজ। ব্রিজের অবস্থা এতটাই খারাপ যে ওই ব্রিজ দিয়ে যাতায়াত করতে রীতিমত ভয় পান এলাকার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে দু বছর আগে একটি সাইনবোর্ড লাগিয়ে ছেড়ে দেয়। কয়েক মাস আগে ব্রিজের মেরামতের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত মেরামতের ছিটে ফোটা কারোর নজরে আসে নি। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকলেও এম্বুলেন্স সহ ছোট গাড়ি পারাপার করে ঝুঁকি নিয়ে। তবে সব থেকে বড় সমস্যায় পড়েছেন এলাকার মানুষ যারা নিত্য দিন বাসে করে বর্ধমান, দুর্গাপুর কিংবা বুদবুদে আসেন নিজেদের কাজে। কারণ গত দেড় বছর ধরে গ্রামে ঢুকছে না কোনো যাত্রী বাহি বাস। ফলে কেউ পায়ে হেঁটে কিংবা অন্য কোনো উপায়ে প্রায় তিন কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ব্রিজ পার করে বাস ধরেন। অপর দিকে গত দেড় বছর ধরে গ্রামে না ঢুকতে পারায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না বাস মালিকরা। তাদের অভিযোগ যে ভাবে কাজ হোচ্ছে তাতে কবে যে ব্রিজ মেরামতের কাজ শেষ হবে তা বোঝা যাচ্ছে না।