সংবাদদাতা, বর্ধমান:- রেল ডাকাতির আগেই বর্ধমান স্টেশন এলাকা থেকে অস্ত্রসহ ধরা পরল দুর্গাপুরের মুচিপাড়া আর পানাগরের দুই ডাকাত সহে ৪ জন । তাদের কাছ থেকে ভজালি, সাইকেলের চেন , রোড, চুরি আর লাঠি পাওয়া গেছে। বর্ধমান রেল পুলিশের আধিকারিকেরা খবর পান ১০ জনের ডাকাতদল মাঝরাতের পর ট্রেন ডাকাতির জন্য সাজ সজ্জা করছে গুডস সেড রোডের কাছে । দ্রুত হানা দিয়ে চারজনকে ধরা গেলেও জিআরপি হানায় বাকিরা দৌড়ে পালায়। এদের পান্ডা বর্ধমান শহরের তিনকুনিয়ার বাসস্ট্যান্ডের বাসিন্দা সুরজ ভূঁইয়া সহ ধরা পড়ে উত্তম রায় , দিপ সিংহ ও ভিকি হারীজান । উত্তম আর বিকির বাড়ি দুর্গাপুরের মুচিপাড়া ও পানাগরে। দ্বীপের বাড়ি আসানসোলের বারাবনি থানা এলাকার চরণপুরে। মাঝ রাত্রিরে পর কোন দূরপাল্লার ট্রেনে যাত্রী সেজে উটে লুট করার পরিকল্পনা ছিল তাদের। মঙ্গলবার বর্ধমানের অতিরিক্ত মুখ্য দ্বারা বিচারপতি রতন কুমার গুপ্ত ধৃতদের ৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।