eaibanglai
Homeদক্ষিণ বাংলাপ্লাস্টিক বিরোধী আন্দোলনে সামিল তারাপদ সাঁতরা স্মারক নিধি এবং রোটারি ক্লাব অভ্‌...

প্লাস্টিক বিরোধী আন্দোলনে সামিল তারাপদ সাঁতরা স্মারক নিধি এবং রোটারি ক্লাব অভ্‌ এরোসিটি, দুর্গাপুর

সংবাদদাতা, দুর্গাপুর:- সারা পৃথিবী জুড়ে যে প্লাস্টিক বিরোধী আন্দোলনের পালে হাওয়া লেগেছে তাতে সম্প্রতি সক্রিয় ভাবে যুক্ত হল তারাপদ সাঁতরা স্মারক নিধি এবং রোটারি ক্লাব অভ্‌ এরোসিটি, দুর্গাপুর। একই সাথে তিনটি লক্ষে তারাপদ সাঁতরা স্মারক নিধি ২০১৯-এর মার্চ মাসে গোপালমাঠের নামোপাড়া-হাড়িপাড়া-বাউরিপাড়া-মাঝিপাড়ায় ক্ষেত্রসমীক্ষা করে সামাজিক কাজ শুরু করে – প্লাস্টিকের কুফল সম্বন্ধে বস্তিবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি, কাগজের ব্যাগ ও মুখোশ তৈরির মাধ্যমে পুরনো কাগজের রিসাইক্লিং এবং এইগুলি বিক্রির মাধ্যমে দুঃস্থ মহিলা ও ছাত্রছাত্রীদের স্বনির্ভর গড়ে তোলা। দুঃস্থ মহিলা ও ছাত্রছাত্রীদের উন্নত মানের কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণের জন্য তারাপদ সাঁতরা স্মারক নিধি ও রোটারি ক্লাব অভ্‌ এরোসিটি, দুর্গাপুর-এর যৌথ উদ্যোগে গোপালমাঠে “তারাপদ সাঁতরা স্মারক নিধি”-র কার্যালয় “শিল্পকলা ভবন”-এর কর্মশালাকক্ষে ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দিন ব্যাপী “কাগজের ব্যাগ তৈরির কর্মশালা”-র আয়োজন করা হয়েছিল। কর্মশালায় ২২ জন দুঃস্থ মহিলা ও ছাত্রী অংশগ্রহণ করেছিল যাঁদের প্রশিক্ষণ দিয়েছেন সুদূর বসিরহাট থেকে আগত বিভিন্ন প্রকার ব্যাগ প্রস্তুতের বিখ্যাত প্রশিক্ষক সোনালী চক্রবর্তী। এখানে বিভিন্ন প্রকার কাগজের বিভিন্ন ধরণের ব্যাগ তৈরির প্রশিক্ষণ পেয়ে উপকৃত হয়েছে শিক্ষার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments