সোমনাথ মুখার্জি, অন্ডালঃ- ইসিএলের বাঁকোলা এরিয়ার বিশ্বেশ্বরি খান্দরা কোলিয়ারিতে ডুলি বিভ্রাট ঘিরে ছড়াল চাঞ্চল্য। মঙ্গলবার সকাল ৭:৩০ টা নাগাদ খনি থেকে ওঠার সময় ডুলিতে প্রায় ২ ঘন্টা আটকে রইলেন অমর ঘোষ, তারক সরকার ও সুবেদার জসওযাল নামে তিন শ্রমিক। খনি থেকে শ্রমিকরা উপরে ওঠার সময় বিদ্যুত্ চলে যাওয়ার কারণেই ডুলি আটকে যায় বলে কলিয়ারির এক আধিকারিক জানান। দু ঘণ্টা পর বিদ্যুত এলে শ্রমিকরা নিরাপদেই ওপরে উঠে আসে। এই ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হয় খনি চত্বরে। সহকর্মীদের অভিযোগ কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই বিভ্রাট। ঘটনার তদন্ত করে দোষী আধিকারিকদের শাস্তির দাবিও জানান তাঁরা।
তবে সাময়িক ভাবে চাঞ্চল্য ছড়ালেও কিছুক্ষনের মধ্যে আবার খনির কাজ স্বাভাবিক হয়