সংবাদদাতা, বাঁকুড়াঃ- এবছর সেই অর্থে বঙ্গে শীতের দেখা না মিললেও নিয়ম করে দেখা মিলছে কুয়াশার। যার ফলে প্রতিনিয়ত বাড়ছে পথদুর্ঘটনা। নাকাল হতে হচ্ছে সাধারন মানুষকে।
কুয়াশার কারণে একদিকে যেমন যানচলাচলে সমস্যার সম্মুখীন হচ্ছে, অন্যদিকে তেমনি কয়েকদিনের ঠান্ডায় কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে খেটে খাওয়া সাধারন মানুষকে।
অন্যান্য দিনের মতো আজও সকাল থেকে তীব্র কুয়াশার জেরে নাজেহাল সাধারন মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।
এই যেমন বিষ্ণুপুরের এক বাসিন্দা সুদীপ ঘোষ বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ ঠান্ডার পরিমাণ একটু বেশি। সকাল থেকে আগুন জেলে বসে আছে কাজ করতে পারছি না। ফলে আর্থিকভাবে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।