সোমনাথ মুখার্জী, অন্ডালঃ- ঠান্ডার হাত থেকে একটু রেহাই পেতে ঘরের মধ্যেই উনুন রেখে ঘুমোচ্ছিলেন উখড়া সারদাপল্লীর বাসিন্দা সোনাই লোহার(৪৮) ও তার স্ত্রী মিঠু লোহার( ৩৯)। স্থানীয় সূত্রে জানা যায় সোনাই লোহার ইসিএলের শীতলপুর কোলিয়ারিতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতোই গতকাল রাত্রে খাবার খেয়ে নিজের বাড়িতেই ঘুমোচ্ছিলেন সোনাই লোহার ও তার স্ত্রী মিঠু লোহার। পাশের রুমে ছিল তার ছেলে। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে ঘুমোচ্ছিলেন দুজনেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চারেদিক বন্ধ থাকায় ঘরের মধ্যে উনুনের আগুন থেকেই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে যাবার কারণে দম বন্ধ হয়ে মারা যান সোনাই লোহার। সাংঘাতিক ভাবে অসুস্থ অবস্থায় তার স্ত্রী মিঠু লোহার কে হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং সোনাই লোহার কে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
ঘটনাস্থলে পৌঁছে অন্ডালের উখড়া ফাঁড়ির পুলিশ। সোনাই লোহার এর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।