সংবাদদাতা, পানাগড়ঃ- নিকাশি নালার জল পাইপ দিয়ে ডুকছে পানীয় জলের পাইপে। আর সেই জল পান করছেন এলাকার মানুষ। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে পানীয় জলের নলকূপটি ভেঙে যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে রাজনৈতিক দলের নেতা নেত্রী সকলকে সমস্যার কথা জানিয়ে কোন লাভ হয়নি। পরে স্থানীয়রা পানীয় জলের জন্য নিজেরাই পাইপ দিয়ে পানীয় জল ভরার চেষ্টা করে। কিন্তু বর্তমানে দেখা দিয়েছে সমস্যা। নিকাশি নালা সংস্কার না হওয়ায়। সেই নিকাশি নালা জল পানীয় জলের পাইপ আর সেই জল পান করে প্রায় অসুস্থ হয়ে পড়ছে এলাকার মানুষ। সমস্যার সমাধান কবে হবে তা কারো জানা নেই। তবে আপাতত পরিস্থিতির সঙ্গে কিছুটা হলেও সমঝোতা করেই দিন কাটছে পানাগর রেলপার এলাকার বাসিন্দাদের।
অন্যদিকে পানাগর রেল স্টেশনের পাশেই রেলপার ট্যাংকি তলা সংলগ্ন এলাকায় রেল দপ্তরের জায়গাতেই রয়েছে একটি বিশাল জলাশয়। ক্রমশ ধীরে ধীরে সেই জলাশয় এলাকার আবর্জনা ফেলে ভরাটের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ ওই জলাশয়টি বর্তমানে স্থানীয় ব্যবসায়ীদের ও স্থানীয় বাসিন্দাদের আবর্জনা ফেলার জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলেই ওই জলাশয়টি ক্রমেই ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ রেল কর্তৃপক্ষ এই বিষয়ে কোন রকম ভাবে নজর দিচ্ছে না। পাশাপাশি রেল দফতরের আধিকারিকরা জলাশয় কোনরকম ভাবে সংস্কারের কাজ করে না। এরফলেই এলাকায় ছড়াচ্ছে দূষণ সাথে বাড়ছে মশার উপদ্রব। এলাকাবাসী আবেদন স্থানীয় প্রশাসন যদি বিষয়টিকে নিয়ে রেল দপ্তর এর সাথে আলোচনা করে সংস্কারের ব্যবস্থা করে তবে অনেকটাই উপকৃত হবে এলাকার মানুষ।