সোমনাথ মুখার্জি, পান্ডবেস্বর:- বৈদ্যনাথ পুর পঞ্চায়েতের কোনদা গ্রামের মকর সংক্রান্তিতে মচ্ছব কে কেন্দ্র করে,বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত হন তিন তৃণমূল সমর্থক । পাল্টা এক বিজেপি কর্মীর বাড়ি ও বাইক ভাংচুরের অভিযোগ উঠে ।
এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে । সংঘর্ষে আহত, সুকুমার ঘোষ, শ্যামল ঘোষ ও বুধণ ঘোষ তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের।
স্থানীয় বাসিন্দারা জানান, মকর সংক্রান্তিতে প্রতি বছর মচ্ছব এর আয়োজন হয়। মঙ্গলবার সদ্য থেকেই স্থানীয় দুর্গা মন্দিরে মচ্ছবের প্রস্তুতি চলছিল। সেই সময় এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত বাবু মাহাত, নয়ন ঘোষ ও অর্জুন ঘোষ বাইরে থেকে লোকজন নিয়ে এসে হামলা চালায় বলে তৃণমূলের দাবি । ভোজালির কোপে সুকুমার বাবুর মাথা ফাটে । অন্য দুই তৃণমূল সমর্থক আহত হন ।
এরপর পাল্টা হামলা হয় বিজেপি সমর্থক বাবু মাহাতোর বাড়ীতে। তার বাড়ির দরজা ও বাইক ভাঙচুর করা হয় বলে দাবি করেন তার স্ত্রী অঙ্কিতা মাহাত। তিনি জানান,একটি অরাজনৈতিক ঘটনাকে রাজনীতির রং দিচ্ছে তৃণমূল । আমার স্বামী লোকসভা ভোটে বিজেপির পোলিং এজেন্ট থাকলেও বর্তমানে কোনো দল করেনা। ব্যক্তিগত আক্রশেই তার স্বামীকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি ।
রাতের ঘটনার জেরে বুধবার সকালেই এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে