সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার ইনদাস ব্লকের খড়সি গ্রামে ২১.০১.২০২০ মঙ্গলবার পালিত হলো বুড়ো পীরবাবার ওরস উৎসব। এবার উৎসব পা দিয়েছে দুই বছরে। এই গ্রাম মূলত হিন্দু প্রধান। আশেপাশের এলাকার বাসিন্দারা উৎসবে আসেন। এই উৎসব হিন্দু ও মুসলিম মিলে পালন করা হয়। খড়সি গ্রামের জনসংখ্যা দু হাজার, মোট পঞ্চাশ ঘর মুসলিম। প্রতি বৃহস্পতিবার হিন্দু ধর্মের মায়েরা প্রসাদ দিতে আসেন। মেলা কমিটির সদস্য হরিদাস ভট্টাচার্য বলেন এ উৎসব মহামিলন মেলা। পীরবাবার মাজারে সাত হাজার মানুষ জন খিচুরি প্রসাদ খান।