সংবাদদাতা, পানাগড়ঃ- পানাগড় কাবাডি ক্লাব এর উদ্যোগে কাবাডি খেলার প্রতি উৎসাহ বাড়াতে কাঁকসা হাই স্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো একদিবসীয় পুরুষ ও মহিলাদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা। এদিন প্রতিযোগিতায় অংশ নেয় পুরুষদের ৬ টি দল ও মহিলাদের ৪ দল। পানাগড় বাজারের বিশিষ্ট অতিথিদের নিয়ে খেলার শুভ সূচনা হয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পানাগড়ের প্রাক্তন কাবাডি খেলোয়াড়রা এছাড়াও কাঁকসা পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানিয়েছেন এর আগেও তারা কাঁকসার বিভিন্ন এলাকায় কাবাডি প্রতিযোগিতা করেছেন কিন্তু এবার তারা পুরুষ এবং মহিলা একসাথে কাবাডি খেলার প্রতিযোগিতা করেছেন একদিকে তাদের উদ্দেশ্য কাবাডি খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর। যাতে গ্রাম বাংলার কাবাডি খেলা শিখে বাংলার যুবক-যুবতীরা আগামী দিন রাজ্য তথা জাতীয় স্তরে কাবাডি খেলার সুযোগ পায়।