সংবাদদাতা, বাঁকুড়াঃ- স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে বিশেষ করে প্রসূতি মায়েদের কথা চিন্তা করে বাঁকুড়া ২ নম্বর ব্লকের কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কুড়ি বেড বিশিষ্ট প্রাক-প্রস্তুতি বিভাগের শুভ উদ্বোধন করলেন বাঁকুড়ার বিধায়িকা শম্পা দরিপা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ দেবজ্যোতি গোস্বামী, বাঁকুড়া জেলার সি এম ও এইচ ডঃ শ্যামল সরেন, বাঁকুড়া ব্লক ২ এর ব্লক আধিকারিক শুভব্রত চক্রবর্তী, ব্লক ২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিতা ঘোষ সহ বিশিষ্ট জনেরা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মীরা।প্রসূতি মায়েরা প্রথম থেকেই এই প্রাক-প্রস্তুতি বিভাগে ভর্তি হতে পারবেন। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রে একটি সিসিটিভি ফুটেজের উদ্বোধন করা হয়। এছাড়াও একটি ফ্লাসলাইট করা হবে বলেও জানান বিধায়ক শম্পা দরিপা। ব্লক প্রসূতি বিভাগ চালু হওয়ার ফলে উপকৃত হবেন এলাকার মহিলারা , সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তার সাথে বিভিন্ন উপস্বাস্থ্য গুলিকে একটি করে পানীয় জলের ফিল্টার দেওয়া হল। বিধায়িকা সম্পাদক ভায়ের ইন উদ্বোধন অনুষ্ঠানে এসে কাঞ্চনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া বিভিন্ন রোগীর সাথে কথা বলেন এবং ঘুরে দেখলেন হাসপাতাল চত্বর।বিধায়ক শম্পা দরিপা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে প্রতিটি জায়গায় স্বাস্থ্যের ব্যাপক উন্নতি হয়েছে। সেই মত এই ব্লকেও উন্নতির ধারা অব্যাহত রয়েছে। সিএমও এইচ বলেন, এত সংখ্যায় পেসেন্ট অ্যাডমিট আছে, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড ভর্তি হওয়ার পর নিচে মেঝেতে থাকতে হচ্ছে অনেক পেসেন্ট কে। সেই জায়গা থেকে আমরা আলাদা করে এই রুমটা তৈরি করেছি। যাতে মেঝেতে থাকতে না হয় কাউক। এর ফলে পরিষেবা আরও ভালো হবে বলে জানান তিনি।