সোমনাথ মুখার্জি, অন্ডাল:- সোমবার অন্ডাল বিমানবন্দরের ডেভলপমেন্টের কাজ বন্ধ করল জমিদাতা রা। জমিদাতা দের দাবি দীর্ঘ দশ বছর আগে তারা বিমানবন্দরের জন্য জমি দিয়েছিলেন এই শর্তে যে, তাদের জমির বিনিময়ে তাদের কে জমি ও টাকা এবং বিমান বন্দরে বিভিন্ন কাজে প্রশিক্ষিত এলাকার ছেলে মেয়েদের নিতে হবে। কিন্তু জমিদাতা দের দাবি দীর্ঘ দশ বছরেও তাদের দাবী পূরণ হয়নি। বারবার অবরোধ ধর্না করেও সেভাবে তাদের কাজ হয়নি। তাই সোমবার সকাল থেকেই অন্ডাল,পাট সাও রা, দক্ষিণ খন্ড প্রভৃতি গ্রামের প্রায় হাজারখানেক জমিদাতা বিমান বন্দরের ডেভলপমেন্টের কাজ বন্ধ করে দেন। তাদের একটায় দাবি তাদের প্রাপ্য অধিকার তাদেরকে অবিলম্বে দিতে হবে। বিক্ষোভকারীদের মধ্যে এক জমিদাতা দেবাশীষ ঘোষাল জানান, এই বিক্ষোভের পর ও যদি কাজ না হয় আগামীদিনে রানওয়ে বন্ধ করে বিমান বন্দরের সমস্ত পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
অন্ডাল বিমানবন্দরের ডেভলপমেন্টের কাজ বন্ধ করল জমিদাতা রা
RELATED ARTICLES