সংবাদদাতা, লাউদোহাঃ- রবিবার রাত ৯ টা নাগাদ লাউদোহার হেতেডোবা শিল্প তালুক এলাকায় রাস্তার ওপর দাড়িয়ে থাকা একটা লরিতে পিছন থেকে সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহী, সঙ্গে ছিল একজন মহিলাও। ঘটনাস্থলেই মারা যায় বছর ৩০ এর বাইক আরোহী মঙ্গল বাসকি ও সুনিতা মাদ্দী। এর জেরে সোমবার সকাল থেকেই আদিবাসী গাউতা সমাজের লোকেরা দুর্গাপুর লাউ দোহা রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভকারীদের দাবি এলাকার কারখানাগুলোর জন্য রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে বড় বড় লরি,যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।পরিস্থিতি উত্তপ্ত থাকায় নামানো হয় প্রচুর পুলিশ বাহিনী। অবশেষে কারখানা পুলিশ ও কর্তৃপক্ষের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা।