eaibanglai
Homeএই বাংলায়চাকরি দেওয়ার নাম করে ৬ কোটি টাকা তোলা তুলে প্রতারণার অভিযোগ উঠল...

চাকরি দেওয়ার নাম করে ৬ কোটি টাকা তোলা তুলে প্রতারণার অভিযোগ উঠল এক তৃণমূল নেত্রীর নামে

সংবাদদাতা, দিনাজপুরঃ- দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকার এক তৃণমূল নেত্রীর সঙ্গীতা দেব দাস তিনি মানবাধিকার কমিশনে বিশেষ একটি পদ ব্যবহার করেন বলে এলাকার মানুষদের থেকে ৬ কোটি টাকা তোলার অভিযোগ করেছেন কিছু প্রতারক। চাকরি দেওয়ার নাম করে আনুমানিক ৬ কোটি টাকা তোলা তুলে প্রতারণার অভিযোগ উঠল। সেই ঘটনা ঘিরে সকাল থেকে প্রতারিতরা তৃণমূল নেত্রীর বাড়িতে চড়াও হলো। জানা গেছে পাওয়ারহাউজ এলাকার রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা সঙ্গীতা দেব দাস জেলা জুড়ে বেশ কয়েকশো বেকার যুবক-যুবতীদের বিভিন্ন দপ্তরে চাকরি দেবার নাম করে প্রায় ৬ কোটি টাকার ওপরে তোলা তোলে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ায় প্রতারিতরা আজ টাকা চেয়ে চড়াও হয় অভিযুক্ত তৃণমূল নেত্রীর বাড়িতে। প্রতারিত প্রমিলা বর্মন জানান স্কুলে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়েছে সংগীতা দাস, তিনি এও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে তার খুব ভালো সম্পর্ক থাকায় স্কুলের চাকরি তিনি অনায়াসে দিতে পারবেন। কিন্তু প্রাইমারি তে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবার ফলে চাকরি নিয়ে না দেওয়ার কারণে তিনি টাকা ফেরত দেওয়ার জন্য চেক দিয়েছিলেন কিন্তু ব্যাংকে মাত্রাতিক্ত টাকা না থাকার কারণে চেক বাউন্স করে। পুলিশের কাছে অভিযোগ যায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার না। করে উল্টে প্রতারিতদের ওই জায়গা থেকে সরিয়ে দেবার চেষ্টা করে বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর বাড়ির আশেপাশে উত্তেজনা আছে বলে জানা গেছে। এখন দেখার পুলিশ ওই প্রতারিতদের সঠিক বিচার পাইয়ে দেবার ব্যবস্থা করে কিনা। এছাড়া বিবাদীরা অভিযোগ করেছে বহুদিন আগে সঙ্গীতা দেব দাস এবং তার স্বামী ও সন্তানের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ করেহলেও তারা কোনো রূপ সুরাহা পাইনি। স্থানীয় সূত্রে খবর সঙ্গীতা দেব দাস বালুরঘাটে নিজের বাড়িতে আছেন কিন্তু পুলিশ তাদের কেনো আটক করছে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments