সংবাদদাতা, পানাগড়ঃ- যোগ ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাতে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন হল তিলক চন্দ্রপুর পঞ্চায়েতের ইজ্জত গঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে। এদিন স্বাস্থ্য দফতরের কর্মীরা উপস্বাস্থ্য কেন্দ্রের নার্স ও স্বাস্থ্যকর্মীরা এলাকার মানুষকে নিয়ে একটি সচেতনতা শিবির ও প্রশিক্ষণ শিবির আয়োজন করেন। এদিন তারা মানুষকে প্রশিক্ষণ দেন যোগ ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ অনেকটাই কম করা সম্ভব হয়। এছাড়াও যোগব্যায়ামের নিয়মিত অভ্যাসের ফলে কি কি উপকারিতা হয় তা মানুষের সামনে তুলে ধরেন স্বাস্থ্যকর্মীরা।