সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- আগ্নেয়াস্ত্র কার্তুজ পাচারে এবার পুলিসের জালে ধরা পরল মহিলা পান্ডা সহ তার ভিন রাজ্যের সাগরেদ। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার মনোয়ারা খাতুন নামের ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচার দলের মহিলা পান্ডা কে বরমপুর থানার পুলিশ কয়েকশো কার্তুজসহ হাতেনাতে গ্রেপ্তার করে। শনিবার এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড এলাকায় থেকে ওই মহিলা পান্ডা মানোয়ারা ও তার বিহারের অস্ত্র কারবারের আরেক সাগরেদ মোহাম্মদ হায়দারকে পুলিশ গ্রেপ্তার করে। মানোয়ারা র ব্যাগ তল্লাশি করে তার ভিতরে বিভিন্ন পকেটএ লুকিয়ে রাখা ৪০০ রাউন্ড তাজা বিভিন্ন বোরের কার্তুজ উদ্ধার করে পুলিশ। ধৃত দুইজনকেই এদিন ৭ দিনের পুলিশ হেফাজতে বহরমপুর আদালতে তোলা হয়। বিচারক এই কুখ্যাত কারবারীদের জামিনের আবেদন খারিজ করে।