সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ায় আজ বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শতবর্ষ উদযাপনের সূচনা হল। এই শোভাযাত্রায় পা মেলান বাঁকুড়া জেলা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সভাপতি অতনু ব্যানার্জি, জেলা সম্পাদক অস্মিতা দাস গুপ্ত, শত বর্ষ উদযাপন কমিটির সভাপতি কিরিটি মুখার্জি, ৯৫ বছর বয়সী প্রাক্তন গুরুত্বপূর্ণ সদস্য ও বাঁকুড়া জেলার সকল সম্পাদক মন্ডলীর সদস্য ও সদস্যা গন। ১৯২১ এর ৬ ই ফেব্রুয়ারি পরাধীন ভারতবর্ষে অবিভক্ত বাংলার যাত্রা শুরু। সমাজ সচেতন এক শিক্ষক সংগঠনের নাম নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। ঐ বছরই অবিভক্ত বাংলার রংপুর জেলার গাইবান্ধা শহরের গাই বান্ধা ইসলামিয়া বিদ্যালয়ে হয় প্রথম সম্মেলন। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন এই সম্মেলনের সভাপতি।










